উত্তরদিনাজপুর

ক্ষুদে স্কুল পড়ুয়াদের দিয়ে কাজ করানোর প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ

স্কুল পরিস্কার পরিচ্ছন্ন কাজে ক্ষুদে পড়ুয়াদের ব্যবহার করার এবং নিম্নমানের  মিড ডে মিল খাওয়ার  প্রতিবাদের সোচ্চার হলেন অভিভাবকেরা।উত্তর  দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কুইতোর প্রাথমিক বিদ্যালয়ে এমনি ঘটনা ঘটেছে । এই অভিযোগের ভিত্তিতে এদিন অভিভাবকেরা স্কুলে বিক্ষোভ দেখায় এবং স্কুলে নিম্নমানের মিড ডে মিল খাওয়ার প্রতিবাদে সোচ্চার হন। অভিভাবকদের আন্দোলনে ফলে এদিন বিদ্যালয়ে পঠনপাঠন শিকেই উঠে। অভিযোগ ক্ষুদে পড়ুয়ারা বিদ্যালয়ে এলে তাদের দিয়ে বিদ্যালয়ের কক্ষ পরিস্কার এবং বিদ্যালয় পরিস্কার করানো হয়। ক্ষুদে পড়ুয়াদের দিয়ে এই কাজ করানোয় ক্ষুদেরা বিদ্যালয় বিমুখ হয়ে পড়ছে। একাধিকবার প্রধান শিক্ষকের কাছে ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে এই কাজ না করানোর আবেদন করা হয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক তাদের অনুরোধের কোন কর্নপাত করেন নি। মিড ডে মিলের মান নিন্মমানের হওয়ায় ছোট ছোট ছেলে মেয়ে মিড ডে মিল খেতে চাইছে না  অবিলম্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের দাবিতে  তারা বিদ্যালয়ে বিক্ষোভ দেখান।  এই আন্দোলনের পরেও অবস্থার উন্নতি না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান।  

 তবে প্রধান শিক্ষক ভবেশ রায় জানান সরকারের তরফ থেকে যেভাবে খাবারের জিনিস আসে সেই নিয়ম মেনেই শিশুদের মি ডে মিল খাওয়ানো হয়।শিশুদের দিয়ে স্কুল পরিষ্কারের বিষয়টি জানান শিশুদের দিয়ে তেমন ভাবে কাজ করানো হয় না ।